ঈদ পুনর্মিলনী ও প্লাটিনাম জুবিলি-২০২৩ এর লোগো উন্মোচিত

Blog Single

সোনাগাজী হাইস্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও প্লাটিনাম জুবিলি-২০২৩ এর লোগো উন্মোচন করা হয়েছে ৪ মে ২০২২

ফেনী'র ঐতিয্যবাহী সোনাগাজী সরকরি মোহাম্মদ ছাবের পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর উৎযাপন উপলক্ষে প্লাটিনাম জুবিলি-২০২৩ এর লগো উন্মোচন ও ঈদ পুনমিলনী অনুষ্টান আজ ৪মে ২০২২ বুধবার বিকেলে ঈদ পুনমিলনী কমিটির সভাপতি জাহিদুল হক('৮৫ব্যাচ) ও প্লাটিনাম জুবিলি-২০২৩ এর সদস্য সচিব মোশারফ হোসেন('৮৫ব্যাচ) এর সঞ্চালনায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ চৌধুরী মাসুদ('৮১ব্যাচ), বিশেষ অতিথি প্রাক্তন কৃতি ছাত্র কাস্টমস কমিশনার এনামুল হক('৮২ব্যাচ), বিশেষ অতিথি বিদ্যালয়ে প্রাক্তন কৃতি ছাত্র জেলা ও দায়রা জজ নাছির উদ্দিন('৮৪ব্যাচ), বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন ছাত্র এডিসি মাঈন উদ্দিন('৯৭ব্যাচ), বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র প্রফেসর মফিজুল হক('৬৫ব্যাচ), প্রাক্তন ছাত্র প্রফেসর নিতাই চরন ভৌমিক('৬৭ব্যাচ), প্রাক্তন ছাত্র ইমাম উদ্দিন সেলিম পাটোয়ারি('৮৫ব্যাচ),

প্রাক্তন ছাত্র প্রফেসর হুমায়ন কবির('৮৬ব্যাচ), প্রাক্তন ছাত্র সাবেক মেয়র জামাল উদ্দিন সেন্টু('৮৭ব্যাচ), প্রাক্তন ছাত্র এডভোকেট সালাউদ্দিন শিমুল('৮৭ব্যাচ), প্রাক্তন ছাত্র মোরশেদ আলম প্রিন্ম('৮৯ব্যাচ), বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, প্রাক্তন ছাত্র সাংবাদিক মো.আফতাব হোসেন মমিন('৯১ব্যাচ), প্রাক্তন ছাত্র ছলিম উল্লাহ সেলিম('৯২ব্যাচ), প্রাক্তন ছাত্র মোশারফ হোসেন আলমগীর('৯২ব্যাচ), প্রাক্তন ছাত্র আবদুর রহিম মানিক('৯৫ব্যাচ), প্রাক্তন ছাত্র বিটিভি'র প্রযোজক মামুন মাহমুদ('৯৫ব্যাচ), প্রাক্তন ছাত্র সৈয়দ দ্বীন মোহাম্মদ(২০০০ব্যাচ), প্রাক্তন ছাত্র মেজর সাহেদ আলম রাহাত(২০১০ব্যাচ), প্রাক্তন ছাত্র জামাল উদ্দিন(২০১৩ব্যাচ)।

বক্তাগণ সোনাগাজী হাইস্কুলের প্লাটিনাম জুবিলি-২০২৩ এর তিনদিন ব্যাপী অনুষ্টান আয়োজন নিয়ে ফরামর্শমুলক আলোচনা ও লগো উন্মোচন করেন এবং ৭৫ বছর ফুর্তি উপলক্ষে আয়োজনে সবার সার্বিক সহযোগীতা কামনা করেন।

অনুষ্টানে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this Post:
Gallery Thumb 1

Related Posts:



Copyrights © 2022 All right reserved by Datahostbd