‘ওয়েবসাইটে রেজিষ্ট্রেশান কার্যক্রমের ট্রায়াল’ সফলভাবে সম্পন্ন

Blog Single

সোনাগাজী ছাবের পাইলট হাইস্কুলের প্লাটিনাম জুবিলি উদযাপনের লক্ষ্যে ‘ওয়েবসাইটে রেজিষ্ট্রেশান কার্যক্রমের ট্রায়াল’ সভা অনুষ্ঠিত

ঢাকার এলিফ্যান্ট রোডস্থ ডিসিএটেক লিমিটেডে ২৩ সেপ্টেম্বর ২০২২ইং শুক্রবার বিকেলে সোনাগাজী মোঃ ছাবের সরকারী মডেল পাইলট হাইস্কুলের ৭৫ বছর পূর্তি ‘প্লাটিনাম জুবিলি ২০২৩’ উদযাপনের লক্ষ্যে আহবায়ক কমিটির ১১ম প্রস্তুতি সভা ও ওয়েবসাইটে রেজিষ্ট্রেশান কার্যক্রমের ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে। এলজিইডির প্রকল্প পরিচালক ও প্লাটিনাম উদযাপন কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ চৌধুরী মাসুদের (১৯৮১ ব্যাচ) সভাপতিত্ব ও সদস্য সচিব মোঃ মোশারফ হোসেন (১৯৮৫ ব্যাচ) এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এডভোকেট সালাহ্ উদ্দিন শিমুল (১৯৮৮) আকরাম হোসেন চৌধুরী (১৯৮৬), নাছিমা আক্তার বিথী (১৯৮৮), মোঃ মোশারফ হোসেন (১৯৮৮), মোরশেদ আলম প্রিন্স (১৯৮৯), মোঃ আনোয়ার হোসেন (১৯৯১), মোঃ রাজ্জাকুল হায়দার কানন (১৯৯১), মামুন মাহমুদ (১৯৯৫), নুরুল হুদা সায়েম (২০০০), মোঃ ওমর ফারুক (২০০০), তানিম (২০০৩), আবদুল আজিজ (২০০৬), ফানাউল্লাহ সাব্বির (২০০৮), ইফতেখার আলম (২০০৮) ও নাজমুন নাহার স্বর্ণা (২০১৫) উপস্থিত ছিলেন। সভায় গৃহিত সিদ্ধান্তসমূহ:

১। সভার শুরুতে প্লাটিনাম জুবিলি উদযাপনে রেজিষ্ট্রেশনের জন্য তৈরি ওয়েবসাইট www.platinumjubilee2023.com তে প্রবেশ করে নিজের বিস্তারিত তথ্য দিয়ে সফলভাবে রেজিষ্ট্রেশন ট্রায়াল সম্পন্ন করেন এলজিইডির প্রকল্প পরিচালক ও প্লাটিনাম উদযাপন কমিটির আহবায়ক জনাব ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ চৌধুরী মাসুদ। এখন থেকে যে কেউ উক্ত ওয়েবসাইট ভিজিট করে রেজিষ্ট্রেশন করতে পারবেন এবং ১ অক্টোবর ২০২২ইং তারিখে আনুষ্ঠানিকভাবে রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হবে।

২। পূর্বের মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী বিগত এক সপ্তাহ জুড়ে বিভিন্ন ব্যাচের সমন্বয়কগণ প্রতিটি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে নির্দিষ্ট পরিমাণ শিক্ষার্থীর নাম+যোগাযোগ নাম্বার জমা দেন। এরপর ১ অক্টোবর ২০২২ইং তারিখে রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রত্যেক সমন্বয়ক তার দায়িত্বে থাকা ব্যাচগুলো থেকে সর্বোচ্চ সংখ্যক উপস্থিতি নিশ্চিতের ব্যাপারে সভাকে আশ্বস্ত করেন।

৩। আনুষ্ঠানিকভাবে রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান আগামী ১ অক্টোবর ২০২২ইং, শনিবার, বিকাল ৩টায় ঢাকার পল্টন মোড়ে অবস্থিত ট্রপিকানা টাওয়ারে ফেনী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সোনাগাজীর কৃতি সন্তান বেসিক ব্যাংক লিঃ এর চেয়ারম্যান ড. আবুল হাশেমসহ সোনাগাজীর গুণী ব্যক্তিবর্গ। বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদেরকে উক্ত প্রোগ্রামে উপস্থিত হয়ে নিজের রেজিষ্ট্রেশন সম্পন্ন করার জন্য বিশেষ অনুরোধ করা হলো। এ বিষয়ে বিস্তারিত নিয়মিত আপডেট ওয়েবসাইটে ও ফেসবুক গ্রুপে দেয়া হবে।

৪। সমন্বয় কাজে গতি বাড়ানোর লক্ষ্যে ১৯৭১-১৯৮০ ব্যাচের প্রাথমিক সমন্বয়কারী সেলিম পাটোয়ারী ও আকরাম চৌধুরীর সঙ্গে কাউন্সিলর ইমাম উদ্দিন ভূঁঞা’কেও সংযুক্ত করা হলো এবং ১৯৯১-১৯৯৫ ব্যাচের প্রাথমিক সমন্বয়কারী সলিম উল্যাহ সেলিম ও দ্বীন মোহাম্মদের সঙ্গে মোঃ রাজ্জাকুল হায়দার কানন (১৯৯১) কে সংযুক্ত করা হলো।

৫। পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত সোনাগাজী মোঃ ছাবের পাইলট হাইস্কুলের প্রাক্তন এসএসসি পাশ শিক্ষার্থীদের সাথে নিয়মিত যোগাযোগ, সমন্বয় ও রেজিষ্ট্রেশনের দায়িত্ব দেয়া হয়েছে জনাব মোরশেদ আলম প্রিন্স কে।

৬। অধিকতর প্রচারণার স্বার্থে সোনাগাজীর বিভিন্ন জনসমাগম পয়েন্টে রেজিষ্ট্রেশন সম্পর্কিত ব্যানার সাঁটানোর সিদ্ধান্ত গৃহিত হয়।

উল্লেখ্য, আগামী ২৭ থেকে ২৯ জানুয়ারী ২০২৩ইং (শুক্র, শনি ও রবিবার) স্কুল ক্যাম্পাসে প্লাটিনাম জুবিলি ২০২৩ উদযাপন করা হবে এবং এ উপলক্ষ্যে একটি আকর্ষণীয় ম্যাগাজিন প্রকাশ করা হবে। সোনাগাজী ছাবের পাইলট হাইস্কুল থেকে এসএসসি পাশ করা প্রাক্তন শিক্ষার্থীরাই রেজিষ্ট্রেশান করতে পারবেন। অংশগ্রহণকারী স্কুলের প্রাক্তণ শিক্ষার্থীর প্রতিজনের জন্য রেজিষ্ট্রেশান ফি ২,০০০/- (দুই হাজার) টাকা এবং পরিবারের সদস্যদের প্রতিজনের জন্য ১,০০০/- (এক হাজার) টাকা। উক্ত ‘প্লাটিনাম জুবিলির ৩ দিন ব্যাপী অনুষ্ঠানে রক্তদান কর্মসূচী, মেডিকেল সার্ভিস, মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃতকরণ, স্মৃতিচারণ, দর্শনীয় স্থান পরিদর্শন, রেফল ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আরো অনেক আকর্ষণীয় অনুষ্ঠান থাকবে যা ভবিষ্যতে জানানো হবে।

Share this Post:

Related Posts:



Copyrights © 2022 All right reserved by Datahostbd