১৩ এপ্রিল ৪র্থ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে

Blog Single

১৩ই এপ্রিল ২০২২ রোজ বুধবার বিকাল ৪:০ ঘটিকার সময় এলিফ্যান্ট রোডস্থ ডিসিএটেক লিমিটেড কার্যালয়ে “সোনাগাজী মো: ছাবের পাইলট হাইস্কুলের প্লাটিনাম জুবিলি ২০২৩ উদযাপন কমিটির” ৪র্থ সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় সভাপতিত্ব করেন প্লাটিনাম জুবিলি ২০২৩ উদযাপন কমিটির আহবায়ক জনাব ইন্জিনিয়ার আমিনুর রশিদ চৌধুরী মাসুদ । উক্ত সভায় জনাব এনামুল হক(কাস্টমস কমিশনার) সুনিদিস্ট মতামত প্রদান করে । আলোচনা শেষে—

সভার সিদ্ধান্ত সমুহ;

১। প্লাটিনাম জুবিলি ২০২৩ লোগো উপস্থিত সবার মতামতের ভিত্তিতে চুড়ান্ত করা হয় ।

২। ঈদের পরের দিন সোনাগাজী হাইস্কুলে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে ঈদ পূর্ণমিলনী ও প্লাটিনাম জুবিলি ২০২৩ লোগো উম্মোচন করা হবে । ঈদ পূর্ণমিলনী ও লোগো উম্মোচন কমিটি দ্রুত ঘোষণা করা হবে । গত সোনাগাজী মিটিংয়ে উপস্থিতিদের অগ্রাধিকার দেয়া হবে ।

৩। প্রতি ব্যাচের এসএসসি পাশ ছাত্র-ছাত্রীদের তালিকা তৈরী করতে হবে । সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সহযোগীতা করার অনুরোধ করা জানানো হয়েছে ।

৪। প্লাটিনাম জুবিলি সুন্দরভাবে পরিচালনার জন্য শীর্ঘই একটি পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হইবে ।

সভাশেষে সভাপতি মহোদয় সবাইকে ধন্যবাদ জানিয়ে ঈদের পরের দিন ঈদ পূর্ণমিলনী ও লোগো উম্মোচনে উপস্থিত হওয়ার আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন ।

Share this Post:
Gallery Thumb 1

Related Posts:



Copyrights © 2022 All right reserved by Datahostbd