৯ম প্রস্তুতি সভা ও বিভিন্ন ব্যাচের সমন্বয়কের দায়িত্ব বন্টন
সোনাগাজী ছাবের পাইলট হাইস্কুলের প্লাটিনাম জুবিলি উদযাপনের লক্ষ্যে ৯ম প্রস্তুতি সভা ও বিভিন্ন ব্যাচের সমন্বয়কের দায়িত্ব বন্টন
ঢাকার এলিফ্যান্ট রোডস্থ ডিসিএটেক লিমিটেডে ৩ সেপ্টেম্বর ২০২২ইং শনিবার বিকেলে সোনাগাজী মোঃ ছাবের সরকারী মডেল পাইলট হাইস্কুলের ৭৫ বছর পূর্তি ‘প্লাটিনাম জুবিলি ২০২৩’ উদযাপনের লক্ষ্যে আহবায়ক কমিটির ৯ম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জনাব মোঃ মোশারফ হোসেন (১৯৮৫ ব্যাচ) এর সভাপতিত্বে ও এডভোকেট সালাহ্ উদ্দিন শিমুল (১৯৮৮) এর সঞ্চালনায় সভায় আকরাম হোসেন চৌধুরী (১৯৮৬), মোর্শেদ আলম প্রিন্স (১৯৮৯), মোঃ আনোয়ার হোসেন (১৯৯১), সলিম উল্যাহ সেলিম (১৯৯২), আবদুর রহিম মানিক (১৯৯৫), মোঃ ওমর ফারুক (২০০০), নুরুল হুদা সায়েম (২০০০) ও নাজমুন নাহার স্বর্ণা (২০১৫) এর উপস্থিতিতে প্লাটিনাম জুবিলি ২০২৩ আগামী ২৭ থেকে ২৯ জানুয়ারী ২০২৩ইং (শুক্র, শনি ও রবিবার) সফলভাবে উদযাপনের লক্ষ্যে ১৯৪৯ থেকে ২০২১ ব্যাচে এসএসসি পাশ প্রাক্তন শিক্ষার্থীদের যোগাযোগের জন্য ব্যাচ ওয়াইজ প্রাথমিকভাবে নিম্নোক্ত ব্যক্তিদের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে:
১৯৪৯-১৯৭০: ডাঃ আবুল কাশেম-01819506810
১৯৭১-১৯৮০: সেলিম পাটোয়ারী-01814377558 এবং আকরাম চৌধুরী-01718800750
১৯৮১-১৯৮৫: নুর নবী-01684946904 এবং ওমর ফারুক-01845249925
১৯৮৬-১৯৯০: এডভোকেট সালাহ্ উদ্দিন শিমুল-01552306282 ও ডাঃ জাহিদ হোসেন-01671086620
১৯৯১-১৯৯৫: সলিম উল্যাহ সেলিম-01716427716 ও দ্বীন মোহাম্মদ-01815414373
১৯৯৬-২০০০: নাসিমা আক্তার বিথী-01683812053 ও মোর্শেদ আলম প্রিন্স-01716331723
২০০১-২০০৫: আবু ইউসুফ-01811609375 ও মামুন মাহমুদ-01819843591
২০০৬-২০১০: রেবেকা সুলতানা জলি ও নুরুল হুদা সায়েম-01886851285
২০১১-২০১৫: আনোয়ার হোসেন-01734795153 ও জামাল উদ্দিন নয়ন-01819842772
২০১৬-২০২১: আবদুর রহিম মানিক-01819435538 ও নাজমুন নাহার স্বর্ণা-01850983131
বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদেরকে আপনাদের নির্দিষ্ট ব্যাচের সমন্বয়কের সাথে যোগাযোগের অনুরোধ রইল।
এছাড়া ‘প্লাটিনাম জুবিলি ২০২৩’ উদযাপন উপলক্ষ্যে একটি অত্যন্ত সমৃদ্ধ ম্যাগাজিন করা হবে। সে ম্যাগাজিনের জন্য সুন্দর/অর্থবহ/প্রাসঙ্গিক নাম প্রস্তাব আহবান করা হচ্ছে। চুড়ান্তভাবে যার প্রদত্ত নাম ম্যাগাজিনের জন্য পছন্দ ও নির্ধারণ করা হবে তাকে ১০,০০০/- (দশ হাজার) টাকা পুরস্কৃত করা হবে। একজনে সর্বোচ্চ ২টি নাম পাঠাতে পারবেন ই-মেইলে: platinumjubilee2023@gmail.com
বি:দ্র: প্লাটিনাম জুবিলি ২০২৩ উদযাপনের তারিখ ২৭ থেকে ২৯ জানুয়ারী ২০২৩ইং (শুক্র, শনি ও রবিবার)। সোনাগাজী ছাবের পাইলট হাইস্কুল থেকে এসএসসি পাশ করা প্রাক্তন শিক্ষার্থীরাই রেজিষ্ট্রেশান করতে পারবেন। অংশগ্রহণকারী স্কুলের প্রাক্তণ শিক্ষার্থীর প্রতিজনের জন্য রেজিষ্ট্রেশান ফি ২,০০০/- (দুই হাজার) টাকা এবং পরিবারের সদস্যদের প্রতিজনের জন্য ১,০০০/- (এক হাজার) টাকা। উক্ত ‘প্লাটিনাম জুবিলির ৩ দিন ব্যাপী অনুষ্ঠানে রক্তদান কর্মসূচী, মেডিকেল সার্ভিস, মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃতকরণ, স্মৃতিচারণ, দর্শনীয় স্থান পরিদর্শন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আরো অনেক আকর্ষণীয় অনুষ্ঠান থাকবে যা ভবিষ্যতে জানানো হবে।