প্লাটিনাম জুবিলী ২০২৩ রেজিষ্ট্রেশনের শুভ উদ্বোধন
সোনাগাজী মোঃ ছাবের পাইলট হাই স্কুলের প্লাটিনাম জুবিলি ২০২৩ রেজিষ্ট্রেশনের শুভ উদ্বোধন:
সোনাগাজী মোঃ ছাবের সরকারি মডেল হাই স্কুলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্লাটিনাম জুবিলি ২০২৩ এর রেজিষ্ট্রেশন শুভ উদ্বোধন অনুষ্ঠান- প্লাটিনাম জুবিলী উদযাপন কমিটির আয়োজনে উদযাপন কমিটির আহবায়ক এলজিইডির প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ চৌধুরী মাসুদের (১৯৮১ ব্যাচ) সভাপতিত্বে ও রেজিষ্ট্রেশন সাব কমিটির সমন্বয়ক এ্যাড. সালাউদ্দিন শিমুলের (১৯৮৮ ব্যাচ) সঞ্চালনায় এবং উদযাপন কমিটির সদস্য সচিব মো: মোশাররফ হোসেনের (১৯৮৫ ব্যাচ) সার্বিক ব্যবস্থাপনায় ১লা অক্টোবর ২০২২ইং, শনিবার বিকেলে ঢাকার পুরানা পল্টনের ট্রপিকানা টাওয়ারের ফেনী সমিতি ঢাকার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিক ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও সোনাগাজীর কৃতি সন্তান প্রফেসর ড. আবুল হাসেম (১৯৬৫ ব্যাচ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন (১৯৭৫ ব্যাচ), কাস্টমস কমিশনার (ভ্যাট) এনামুল হক (১৯৮২ ব্যাচ), সিলেটের দায়রা জজ একিউএম নাসির উদ্দীন (১৯৮৪ ব্যাচ), প্রধানমন্ত্রী কার্যালয়ের উপ-সচিব মাহমুদুল হক আপেল (১৯৯১ ব্যাচ)সহ সোনাগাজী ছাবের পাইলট হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুলতান আহমদ (১৯৯৩ ব্যাচ)। সদস্য সচিব মো: মোশাররফ হোসেন তার বক্তৃতায় প্লাটিনাম জুবিলি উদযাপন উদ্যোগের মূল প্রেক্ষাপট তুলে ধরে বলেন, সোনাগাজী ফুড গার্ডেনে ‘আমরা সোনাগাজীবাসী’ নামের একটি ফেসবুক গ্রুপ কর্তৃক আয়োজিত ছবি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ চৌধুরী মাসুদ সোনাগাজী ছাবের পাইলট হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে একটি বড় প্রোগ্রাম আয়োজন করা যায় কিনা এমন অভিপ্রায় ব্যক্ত করার পর মোঃ মোশাররফ হোসেন ও আকরাম চৌধুরীসহ ২০ নভেম্বর ২০২২তারিখে ঢাকায় একটি সভায় প্লাটিনাম জুবিলি উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়। প্রধান অতিথি, সভাপতিসহ অন্যান্য বক্তারা তাদের বক্তৃতায় সোনাগাজী ছাবের পাইলট হাইস্কুলে পড়াকালীন সময়ের বিভিন্ন স্মৃতি এবং তৎপরবর্তী সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ে কর্মরত থাকাবস্থায় সোনাগাজী ছাবের পাইলট হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সাথে সাক্ষাতের বিভিন্ন স্মৃতি জাগানিয়া অভিজ্ঞতা তুলে ধরেন এবং এত বছর পরে আবার স্কুল আঙিনায় ফিরে যাবার প্রত্যয়ে এই প্লাটিনাম জুবিলি প্রোগ্রামকে সর্বোচ্চ সফল করতে নিজেদের প্রতিশ্রুতি, চেষ্টা ও সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে ২০ নভেম্বর ২০২১ইং তারিখে প্রথম উদ্যোগ সভা থেকে শুরু করে গত দিন পর্যন্ত যত সভা ও কর্মসূচী পালন করা হয়েছে সবকিছুর উপর বিটিভির স্বনামধন্য প্রযোজক মামুন মাহমুদ কর্তৃক নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। শুরু থেকে এ পর্যন্ত প্রস্তুতি কার্যক্রমে চমৎকার পারফরম্যান্স দেখানোর স্বীকৃতি স্বরূপ ডাটাবেজ প্রস্তুতের জন্য আনোয়ার হোসেন (১৯৯১ ব্যাচ), ওয়েবসাইট প্রস্তুত, ডিজাইন ও প্রেজেন্টেশান প্রস্তুতে সহায়তার জন্য নুরুল হুদা সায়েম (২০০০ ব্যাচ) এবং মেয়ে হিসেবে অধিকাংশ প্রস্তুতি সভাগুলোতে উপস্থিত থেকে প্রস্তুতি কাজে সর্বাত্মক সহযোগিতার জন্য নাছিমা আক্তার বিথী (১৯৮৮ ব্যাচ) ও নাজমুন নাহার স্বর্ণা (২০১৫ ব্যাচ) কে ফুল দিয়ে অভিনন্দন জানান অতিথিবৃন্দ।
পরে প্লাটিনাম জুবিলি ২০২৩ এর রেজিষ্ট্রেশন কার্যক্রমের জন্য তৈরি ওয়েবসাইটে নিজে প্রথম আনুষ্ঠানিক রেজিষ্ট্রেশন করার মধ্য দিয়ে রেজিষ্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বেসিক ব্যাংকের চেয়ারম্যান ও অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. আবুল হাসেম।
অনুষ্ঠানে সোনাগাজী মোঃ ছাবের সরকারি মডেল পাইলট হাই স্কুলের বিভিন্ন ব্যাচের শতাধিক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেন। এত বছর পরে একে অপরের সাথে দেখা হয়ে স্মৃতি রোমন্থনে সবাই আগ্রহী হয়ে ওঠেন।
উল্লেখ্য, প্লাটিনাম জুবিলি ২০২৩ এর রেজিষ্ট্রেশন কার্যক্রমের জন্য তৈরি ওয়েবসাইট www.platinumjubilee2023.com এ প্রবেশ করে সোনাগাজী মোঃ ছাবের সরকারি মডেল পাইলট হাই স্কুলের ১৯৪৯ থেকে ২০২১ সাল পর্যন্ত এসএসসি পাশ করা যে কোন প্রাক্তন শিক্ষার্থী অনুষ্ঠানের জন্য রেজিষ্ট্রেশন করতে পারবেন। নিজের জন্য ফি ২০০০/- টাকা এবং প্রতিজন গেস্টের জন্য রেজিষ্ট্রেশন ফি ১০০০/- টাকা। কম্পিউটার, ল্যাপটপ কিংবা মোবাইল যে কোন ডিভাইস দিয়ে রেজিষ্ট্রেশন করা যাবে। রেজিষ্ট্রেশন প্রসেস শুরু করার আগে যে ডিভাইস দিয়ে রেজিষ্ট্রেশন করবেন সে ডিভাইসে আপনার একটি ছবি রাখবেন যেটি এড করতে চান। আর বিকাশ বা নগদ যে ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করবেন সেখানে পরিমাণমত ব্যালেন্স এভেইলেবল করে রাখবেন। প্লাটিনাম জুবিলি ২০২৩ উদযাপিত হবে আগামী ২৭-২৯ জানুয়ারী ২০২৩ইং।