সোনাগাজীতে প্লাটিনাম জুবিলি উদযাপনের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন
সোনাগাজী মোঃ ছাবের সরকারি মডেল পাইলট হাই স্কুলের প্লাটিনাম জুবিলি উদযাপনের রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন
ঐতিহ্যবাহী সোনাগাজী মোঃ ছাবের সরকারি মডেল পাইলট হাই স্কুলের ৭৫ বছর পূর্তি তথা প্লাটিনাম জুবিলি-২০২৩ উদযাপনের রেজিস্ট্রেশন কার্যক্রম সোনাগাজীতে উদ্বোধন করা হয়েছে। ৫ নভেম্বর ২০২২ইং, শনিবার স্কুল মাঠে উদযাপন কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ চৌধুরী মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলেচনা সভায় বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তাগণ দলমত নির্বিশেষে বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি-২০২৩ উৎসব মুখর পরিবেশে উদযাপনে সার্বিক সহযোগিতা করার জন্য বিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রীদের প্রতি আহবান জানান।
রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন শেষে এক বর্নাঢ্য শোভাযাত্রা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সোনাগাজী জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।