প্রথম উদ্যোগী সভা অনুষ্ঠিত হয় ২০ নভেম্বর ২০২১
২০ নভেম্বর ২০২১ইং রোজ- শনিবার দুপুর ০১:০০ ঘটিকার সময় এলিফ্যান্ট রোডস্থ ডিসিএটেক লিমিটেড অফিস কক্ষে ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ চৌধুরী(মাসুদ) এর সভাপতিত্বে “সোনাগাজী মোঃ ছাবের পাইলট হাই স্কুলের ৭৫ বছর পূর্তি (হীরকজয়ন্তী) উদযাপন কমিটির’’ প্রথম সভা অনুষ্ঠিত হয় । উল্লেখ্য যে, সভায় ৭৫ বছর পূর্তি(হীরকজয়ন্তী)তিন দিন ব্যাপী উদযাপনের জন্য সম্ভাব্য তারিখঃ২৭-২৯(তিন দিন) জানুয়ারী ২০২৩ইং রাখা হয় ।সোনাগাজী মোঃ ছাবের পাইলট হাই স্কুলের ৭৫ বছরে ৭০টি ব্যাচে প্রায় ৪০০০ জন ছাত্র-ছাত্রী এস.এস.সি পাশ করেছেন ।তাই প্রতিটি ব্যাচ থেকে একজন করে প্রতিনিধি উদযাপন কমিটিতে অন্তভূক্ত করার প্রস্তাব করা হয়। এছাড়াও সম্ভাব্য উপ-কমিটির তালিকা, ওয়েবসাইট তৈরী, মনোগ্রাম, রেজিস্ট্রেশন ফি এবং জমকালো অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় ।