৩য় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ৫ মার্চ ‘২২

Blog Single

সোনাগাজী সরকারী ছাবের পাইলট হাইস্কুলের ৭৫ বছর উদযাপনে প্রাক্তন শিক্ষার্থীদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফেনীর সোনাগাজী মোঃ ছাবের সরকারী পাইলট হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে স্কুলের ৭৫ বছর (প্লাটিনাম জুবিলি) উদযাপনের লক্ষ্যে ৩য় প্রস্তুতি সভা ৫ মার্চ ২০২২ ঢাকার এলিফ্যান্ট রোডস্থ স্টার প্যালেসে প্রোগ্রাম সদস্য সচিব জনাব মোশারফ হোসেনের ব্যবসায়িক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রোগ্রামের আহবায়ক ও এলজিইডির প্রকল্প পরিচালক, সোনাগাজী সমিতি ঢাকার সেক্রেটারী জেনারেল ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ চৌধুরী (মাসুদ) (১৯৮১ ব্যাচ), উপস্থিত ছিলেন প্রোগ্রামের সদস্য সচিব মোশারফ হোসেন (১৯৮৫ ব্যাচ), কাষ্টম কর্মকর্তা জনাব এনাম (১৯৮২ ব্যাচ), আকরাম চৌধুরী (১৯৮৬ ব্যাচ), আনোয়ার হোসেন (১৯৯১ ব্যাচ), আরিফ (১৯৯৯ ব্যাচ), নুরুল হুদা সায়েম (২০০০ ব্যাচ), ইকবাল হোসেন (২০১২ ব্যাচ)। প্রোগ্রামের জন্য লোগো তৈরি, ব্রুশিয়ার প্রণয়ন, শিডিউলিং, সম্ভাব্য রেজিষ্ট্রেশন ফি, বাজেট, প্রতি ব্যাচ থেকে কমপক্ষে ২জনকে রেজিষ্ট্রেশন এর দায়িত্ব প্রদান, ঢাকায় পরবর্তী প্রস্তুতি সভা, সোনাগাজী পাইলট হাইস্কুলে সমন্বয় মিটিং ও সংবাদ সম্মেলন করা সহ অনেকগুলো বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়েছে আজকের সভায়। পরবর্তী প্রস্তুতি সভাগুলোতে উপস্থিত থেকে মূল্যবান মতামত দেয়ার জন্য সোনাগাজী ছাবের পাইলট হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের আহবান জানিয়েছেন প্রোগ্রাম আহবায়ক জনাব ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ চৌধুরী মাসুদ।

Share this Post:

Related Posts:



Copyrights © 2022 All right reserved by Datahostbd